img

অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অ্যাশেজ সিরিজে হেরে কঠোর সমালোচনার মধ্যে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজের মর্যাদা লাড়াইয়ে  লড়াইয়ে লজ্জাজনক হারের পর মদ খেয়ে মাতলামি করে ফের সমালোচিত ইংল্যান্ড ক্রিকেট দল।

সম্প্রতি নাইট ক্লাবে ইংলিশ তারকা হ্যারি ব্রুকের ‘কাণ্ড’ এবং বিতর্কিত নুসা ট্রিপ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রান্ডন ম্যাককালাম।

অ্যাশেজ সিরিজের হারের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা ৪ দিনের বিশ্রামে গিয়ে উদ্দাম পার্টিতে মত্ত হয়ে ওঠে। 

ইংলিশ তারকা বেন ডাকেটের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বেশ নড়েচড়ে বসেছে।

সেই ভিডিওতে দেখা যায় ডাকেট মদপান করে মাতাল হয়ে আছেন। একজন সমর্থকের সঙ্গে তিনি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছেন না। 

এই ঘটনায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কড়া সমালোচনার মুখে পড়ছে। ব্রিটিশ সমর্থক এবং ধারাভাষ্যকাররা রীতিমতো ধুয়ে দিয়েছে বোর্ডকে। 

এই ঘটনায় ইংল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্য়াককলাম বলেন, 'সত্যি কথা বলতে কী, আমাদের দলের অর্ধেক ক্রিকেটারই মদ্যপান করেন না। কখনও কেউ বিয়ার পান করেন। আমি মনে করি, প্রত্যেকেই তাঁদের জীবনে কখনও না কখনও একটু-আধটু মদ্যপান করেছেন।'

এই বিভাগের আরও খবর