কনসার্ট বিতর্কের পর তারা ও বীরের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন
কয়েকমাস প্রেমের পর বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বহুল আলোচিত এপি ঢিল্লোঁর মুম্বাই কনসার্ট ঘিরে বিতর্কের কয়েকদিনের মধ্যেই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে এল, যা বিনোদন মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, কনসার্ট বিতর্কের পরপরই এই প্রেমিক যুগলের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ায়। তবে তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া- দুজনের কেউই এখনো পর্যন্ত তাদের বিচ্ছেদের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
উল্লেখ্য, এর আগে মুম্বাইয়ে এপি ঢিল্লোঁর কনসার্টে একটি ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ও সমালোচনার সৃষ্টি হয়। সেই ভিডিওতে মঞ্চে গায়কের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতা দেখে বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়াকে দর্শকদের একাংশ অস্বস্তিকর হিসেবে ব্যাখ্যা করলে বিষয়টি আরও আলোচনায় আসে। সেসময়ে এই জল্পনার জবাবে তারা ইনস্টাগ্রামে এসব দাবিকে ‘মিথ্যা আখ্যান’ বলে উল্লেখ করেছিলেন। এছাড়াও ভালোবাসা ও সত্যই শেষ পর্যন্ত জয়ী হয় বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। বীর পাহাড়িয়াও দাবি করেন, ভাইরাল ভিডিওটি কেটে কেটে সম্পাদনা করা হয়েছিল।
এই জুটি বরাবরই একে অপরের প্রতি পারস্পরিক সমর্থনের জন্য বলিপাড়ায় পরিচিত ছিল। এর আগে ২০২৫ সালের শুরুতে একাধিক ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। দ্রুতই তাদের রসায়ন সকলের নজরে আসে এবং ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি ফ্যাশন ইভেন্টে একসঙ্গে শো-স্টপার হিসেবে উপস্থিত হয়ে ও জনসমক্ষে গণেশ চতুর্থী উদযাপনের মাধ্যমে নিজেদের সম্পর্ককে কার্যত আনুষ্ঠানিক রূপ দেন তারা।
উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এই জুটি সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে এসেছিলেন। এপি ঢিল্লোঁর কনসার্টের মঞ্চে গায়কের সঙ্গে অভিনেত্রী তারা সতারিয়ার একটি ভিডিও ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন অবশ্য তারা ও বীর প্রকাশ্যে একে অপরের পাশে দাঁড়িয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন।
তবে সাম্প্রতিক বিচ্ছেদের খবরে সেই জল্পনা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

