img

বলিউড অভিনেত্রী ও পরিচালক-নির্মাতা নীনা গুপ্ত কথাবার্তায় একটু ধারাঁলো। যে কোনো বিষয়ে অকপট বলে দেন। সবশেষ এই অভিনেত্রী বলেছেন,  শক্তিশালী মতামত রয়েছে— এমন নারীকে খুব একটা পছন্দ করেন না পুরুষরা। এ ধরনের নারীরা নাকি সাধারণত বিবাহযোগ্যা হন না বলে জানিয়েছেন নীনা গুপ্ত। 

এমন মন্তব্যের পরই বিতর্ক জমেছে। বিয়ের আগেই সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে নানা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নীনা গুপ্ত। লোকে কী বলবে সে ব্যাপারে খুব একটা ভাবিত নন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একজন শক্তিশালী নারী বিয়ের উপযুক্ত বিষয় নয়। পুরুষেরা একেবারেই এমন ধরনের নারীকে পছন্দ করেন না। অসহায় নারীদের বেশি পছন্দ করেন তারা।

নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারেন— এমন নারীকে কখনোই পছন্দ করেন না পুরুষরা।

নীনা গুপ্ত বলেন, যে নারীর নিজস্ব ভাবনাচিন্তা ও মতামত রয়েছে, তাদের অধিকাংশ পুরুষই সহ্য করতে পারেন না। তিনি বলেন, শুধু তাই নয়, নিজেদের কর্মজীবনকে অগ্রাধিকার দিলে তাদের দেখতে পারেন না পুরুষরা। যদিও সবাই নয়, তবে ৯৫ শতাংশ পুরুষই এমন বলে জানিয়েছেন অভিনেত্রী, আর এটা শুধু সমাজে নয়, আমি আমার পরিবারেও দেখেছি।

অতীতের একটি খারাপ অভিজ্ঞতার কথাও তুলে ধরে নীনা গুপ্ত বলেন, তার একবার বিয়ের রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ে বাতিল করা হয়। তবু হাল ছাড়েননি বলে জানান  অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর