বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স
মার্চে যুক্তরাষ্ট্রে চারটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের সম্ভাব্য চার শক্তিশালী দল। ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ‘রোড টু ২৬’ নামের এই সিরিজ হবে তিনটি শহরে। দলগুলো হলো ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া ও ক্রোয়েশিয়া। ম্যাচগুলো হবে বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসিতে।
সিরিজ শুরু হবে ২৬ মার্চ। ওই দিন বোস্টনের ফক্সবরোতে জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল, এরপর ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ব্রাজিলের বিপক্ষে খেলেছিল ফ্রান্স। দুই দল সবশেষ খেলেছিল ২০১৫ সালে প্যারিসে।
ফ্রান্সের জন্য এটি বিশেষ ম্যাচ। কারণ এই মাঠেই তারা বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
ফ্রান্স দলে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। দলটি ইউরোপীয় বাছাইয়ে গ্রুপ সেরা হয়েছে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পঞ্চম হলেও এখন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি দায়িত্ব নেন ২০২৫ সালের মে মাসে।
সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চই অরল্যান্ডোতে। সেখানে কলম্বিয়া খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এটি দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। কলম্বিয়ার দলে আছেন লুইস দিয়াজ। ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ ছিল। ২০২২ বিশ্বকাপে তারা তৃতীয় হয়।
২৯ মার্চ ওয়াশিংটন ডিসির ল্যান্ডোভার শহরে কলম্বিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। ওই মাঠে কলম্বিয়া আগে যুক্তরাষ্ট্রকে ৫-১ গোলে হারিয়েছিল। সিরিজ শেষ হবে ৩১ মার্চ। অরল্যান্ডোতে ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই দুই দল খেলেছিল। তখন টাইব্রেকারে জিতেছিল ক্রোয়েশিয়া।
চারটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি। স্থানীয় সময় সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে। প্রি-সেলের জন্য আগেই নিবন্ধন করা যাবে।
মেটা ডেসক্রিপশন:
যুক্তরাষ্ট্রে মার্চে ‘রোড টু ২৬’ সিরিজে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া ও ক্রোয়েশিয়ার চারটি প্রস্তুতি ম্যাচ।
মেটা কিওয়ার্ড:
রোড টু ২৬, ব্রাজিল ফ্রান্স ম্যাচ, কলম্বিয়া ক্রোয়েশিয়া, বিশ্বকাপ প্রস্তুতি, যুক্তরাষ্ট্র প্রীতি ম্যাচ

