img

জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। 

তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন- ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শুনার কোনা দরকার নাই।’’

জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে। সেসব টেনে কাদের এবার লিখেছেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুজন বললে না হয় ব্যক্তির ভুল হিসবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং! আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে!’

তিনি এক পর্যায়ে জামায়াতের মনোভাবকে তুলনা করেছেন স্বাধীনতাপূর্ব পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গেও। তিনি বলেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।’

এই বিভাগের আরও খবর