সত্যের বিনিময় দুনিয়ার মুদ্রায় হয় না
খলিফা হারুনুর রশিদের আমলের ঘটনা। বাদশাহ তৎকালীন বিখ্যাত আলেম সুফিয়ান সাওরিকে সত্য বলার বিনিময় হিসেবে উপঢৌকনস্বরূপ ১০ হাজার দিরহাম দিতে চাইলেন, তিনি তা নিতে অস্বীকার করলেন আর বললেন— ‘সত্যের মূল্য দুনিয়ার মুদ্রায় হয় না’। এ কথার পেছনে রয়েছে চমৎকার এক ঘটনা। তাহলো—
একদিন খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে বললেন, আমি কি আরেকটা বিয়ে করতে পারি?
খলিফার স্ত্রী জুবাইদা বললেন, আমি থাকতে আপনার জন্য অন্য কাউকে বিয়ে করা বৈধ নয়।
খলিফা বললেন, তুমি কিভাবে নিশ্চিত?
জুবাইদা উত্তর দিলেন, আপনি চাইলে কোনো আলেমকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
খলিফা বললেন, তাহলে চলো হজরত সুফিয়ান সাওরির কাছে যাই।
খলিফা হজরত সুফিয়ান সাওরি (রহ.)-এর কাছে গিয়ে বললেন, আমার স্ত্রী বলে— সে থাকতে আমার জন্য আরেকটি বিয়ে করা বৈধ নয়।
অথচ কুরআনে আল্লাহ বলেছেন—
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ
‘তোমরা পছন্দমতো দুই, তিন বা চারজন নারীকে বিয়ে করো।’
হজরত সুফিয়ান সাওরি (রহ.) শান্তভাবে বললেন, আয়াতের পরের অংশটুকুও পড়ুন।
খলিফা পড়লেন—
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً
‘কিন্তু যদি ভয় করো ইনসাফ করতে পারবে না, তবে একজনই।’
হজরত সুফিয়ান বললেন, হে খলিফা! আপনার পক্ষে ইনসাফ করা সম্ভব হবে না।
এই কথা শুনে খলিফা অত্যন্ত খুশি হলেন।
তিনি হজরত সুফিয়ান সাওরিকে ১০ হাজার দিরহাম উপহার দিতে চাইলেন।
কিন্তু হজরত সুফিয়ান সাওরি তা নিতে অস্বীকার করলেন।
কারণ— সত্য বলা আলেমের কাজ, তখন তিনি বললেন— ‘সত্যের মূল্য দুনিয়ার মুদ্রায় হয় না।’

