খালেদা জিয়ার লাশ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ শেষ হয়েছে।
বুধবার বেলা তিনটায় নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকাজুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।
খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে জানাজা নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন। উপদেষ্টা পরিষদ সদস্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিজেপি সভাপতি আন্দালিভ রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান নেতারা এতে অংশ নেন।
পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকার বেশ কয়েকজন মন্ত্রী এতে অংশ নেন।

