খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ
খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা কমিটির সভার পরে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শফিকুল আলম।
তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও বলেন, ‘জানাজার সময় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন। সম্প্রতি সংসদ ভবনের আশেপাশে বড় একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার জানাজা তার চেয়েও বড় আকারের হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জানাজার আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।

