খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই অংশের শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির দুই ধারার নেতারা আলাদা আলাদা শোকবার্তা দিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো শোকবার্তায় দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে পৃথক শোকবার্তায় জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসহীন নেত্রী। তিনি যে সাহসী আদর্শ ও রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার ত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ করবে।

