জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে। সেখানে অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সকালে খালেদা জিয়ার অন্তিম সময়ে তার পাশে ছিলেন তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে। এরপর তিনি আসেন চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে।
আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। তার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান।
খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হবে।
এই সভাকে সামনে রেখে গুলশানের কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেছেন ইতোমধ্যেই।

