img

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এর মধ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকও অন্তর্ভুক্ত।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

গণঅধিকার পরিষদ থেকে জানানো হয়েছে যে, প্রায় ৫০ জনের একটি তালিকা রয়েছে, যারা হামলার ঝুঁকিতে আছেন। এই বিষয়ে উপদেষ্টা বলেন, যাদের নাম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দেওয়া হয়েছে। ডিজিএফআই, এনএসআই এবং এসবি নিজস্বভাবে এসব ব্যক্তিদের তালিকা তৈরি করেছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে, অনেকেই গানম্যান নিতে চায়নি।এ পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ২০ জনের মধ্যে সবাই রাজনীতিবিদ কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ