img

মৃত্যুর আগে ক্ষমা চেয়ে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ‘ইক্কিস’ সিনেমার শুটিংয়ের শেষ দিন বর্ষীয়ান অভিনেতার একটি ভিডিও করা হয়েছিল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি। সেই ভিডিও দেখে আবার আবেগঘন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা।

এর আগে ২৪ নভেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাকে শেষ দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়। আগামী ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার শেষ সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের সিনেমার শুটিংয়ে পর্দার পেছনের কিছু দৃশ্য সামনে এসেছে। 

সেই ভিডিওতেই ধর্মেন্দ্রের কিছু মন্তব্য চোখে পানি আনছে ভক্ত-অনুরাগীদের। তিনি সেই শেষ ভিডিওতে বলেছিলেন— আমি খুব খুশি এ সিনেমায় কাজ করে। কলাকুশলী ও পরিচালক শ্রীরামজি— প্রত্যেকে ভালো। খুব ভালো করে তৈরি করা হয়েছে এ সিনেমাটি। ভারত ও পাকিস্তান— দুই দেশের মানুষেরই এ সিনেমাটি দেখা উচিত। 

শুটিংয়ের শেষ দিন কেক কেটেছিলেন ধর্মেন্দ্র। শান্ত কণ্ঠে তিনি বলেছিলেন, আজ একটু মনটা খারাপ লাগছে। আজ শুটিং শেষ হচ্ছে। তারপরেই বর্ষীয়ান অভিনেতা বলেন, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। যদি কিছু ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। ধর্মেন্দ্রের এ মন্তব্যই মন ভার করে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের।

গত ৩১ অক্টোবর হঠাৎই অসুস্থতার খবর আসে অভিনেতার। তারপর প্রায় কুড়ি দিনের টানাপোড়েন চলে। বয়স হলেও কখনো বয়সের বোঝা কাঁধে নেননি। সামাজিক মাধ্যমে ছিলেন রীতিমতো সক্রিয়। যদিও বেশিরভাগ সময়ে সেখানে কবিতা পাঠ করতেন। নয়তো নিজের ছবি পোস্ট করে কিছু লিখতেন। সামাজিক মাধ্যমে শেষ পোস্ট করা ভিডিওদে তিনি বলেছিলেন, সামনেই নতুন বছর। সবার উন্নতি হোক। সবাই সুস্থ থাকুন। 

জানা গেছে, মেয়ে ঈশা দেওলের বিবাহবিচ্ছেদের খবর বেশ পীড়া দিয়েছিল অভিনেতাকে।

এই বিভাগের আরও খবর