সাকিবের পর ‘টাইলক্স’ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন শোয়েব
দেশের শীর্ষ কসমেটিক্স, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার ও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। এর আগে দীর্ঘ সময় ধরে সাকিব আল হাসান টাইলক্সের সঙ্গে যুক্ত ছিলেন।
টাইলক্স বাংলাদেশে একটি পরিচিত হোমকেয়ার ব্র্যান্ড। নতুন বিজ্ঞাপনে শোয়েব আখতারকে দেখা যাবে ‘ক্লিন মানেই টাইলক্স—টাইলক্স মানেই ক্লিন’ স্লোগান নিয়ে। টাইলক্স মূলত ঘরবাড়ি ও কর্মক্ষেত্রকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। অন্যান্য ক্লিনিং পণ্যের মতো টাইলক্সের কোনো কড়া কেমিক্যাল গন্ধ নেই এবং এটি বাংলাদেশের একমাত্র অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ।
বিশ্বব্যাপী ব্র্যান্ডটির পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই শোয়েব আখতারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। ক্রিকেটে গতি, শক্তি এবং আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত শোয়েব আখতার ব্র্যান্ডটির মূল বার্তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, এমনটাই মনে করছেন রিমার্ক কর্তৃপক্ষ। শোয়েব আখতার এখন ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রিমার্ক-হারল্যানের অন্যান্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন।
শোয়েব আখতার বলেন, ‘পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘর বা কর্মস্থল পরিষ্কার রাখা সুস্থ থাকার প্রথম শর্ত। টাইলক্সের মতো একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ারে ফিটনেস এবং পরিচ্ছন্নতা সবসময় আমার কাছে গুরুত্ব পেত। সাধারণ মানুষের জন্যও এ বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। টাইলক্স এই সচেতনতা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে।’
টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান বলেন, ‘সাকিব আল হাসানের মাধ্যমে যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল, তার পর এবার শোয়েব আখতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও টাইলক্সের পরিচিতি আরও বাড়বে। আমরা আশা করি, এর গুণগত মানের কারণে এটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হবে।’
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, ‘টাইলক্স এমন একটি ব্র্যান্ড যা শুধু ঘর পরিষ্কার করে না, পরিবেশকেও সুগন্ধিত রাখে—এটি আসলে একটি অলরাউন্ডার। আমাদের পণ্যটি এশিয়ার অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে প্রস্তুত হয়।’
শোয়েব আখতার তার গতি বোলিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, সাকিব আল হাসান টাইলক্সের ব্র্যান্ড ইমেজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন এ পরিবর্তনের মাধ্যমে টাইলক্স তাদের ব্র্যান্ডিংয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে।

