ফিফার বর্ষসেরা একাদশ দেখে ক্ষুব্ধ হ্যান্সি ফ্লিক
ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্ট পুরস্কারের তালিকায় বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া উপেক্ষিত হয়েছেন, যা নিয়ে চলছে বিতর্ক। ফিফা দ্য বেস্ট পুরস্কারে বর্ষসেরা একাদশে তার নাম না থাকায় বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্যিই কৌতুক, আমি বিশ্বাসই করতে পারছি না।’
ফ্লিকের মতে, রাফিনিয়া এমন একজন খেলোয়াড়, যার দলকে অনেক বড় সাহায্য করেছে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে রাফিনিয়া ৩৪ গোল এবং ২৬ অ্যাসিস্ট করেছিলেন। তার খেলা দেখলে যে কোন ফুটবলপ্রেমী বুঝতে পারবে, সে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফ্লিক বলেন, ‘রাফিনিয়ার মৌসুম ছিল অসাধারণ, তাই তাকে সেরা একাদশে না দেখে আমি অবাক।’
এদিকে, পিএসজির উসমান দেম্বেলে ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন, তবে বার্সার লামিনে ইয়ামাল বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও রাফিনিয়া ফিফার সেরা একাদশে জায়গা পাননি। বার্সেলোনা গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকাপ জিতেছিল, যেখানে রাফিনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বর্তমানে, বার্সেলোনা লা লিগায় শীর্ষে অবস্থান করছে এবং রাফিনিয়া ইনজুরির কারণে কিছু ম্যাচে খেলতে পারেননি। তবে তিনি সম্প্রতি মাঠে ফিরে ৪ ম্যাচে ৩ গোল করেছেন।

