img

বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) মেয়ে ফাতেমা যাহরা (রা.) ছিলেন রাসুলের শিক্ষা ও আদর্শের অনুপম প্রতিচ্ছবি। তিনি এ পৃথিবীতে এসেছিলেন বেহেশতের খুশবু নিয়ে। তার নূরের আভায় আলোকিত হয় পৃথিবী। মহান স্রষ্টা তার শেষ নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে তাকে বিশ্বের নারীকুলের জন্য আদর্শ হিসেবে পেশ করেছেন।

মহানবী হযরত মুহাম্মদের (সা.) কন্যা হযরত ফাতিমার (রা.) স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার রাতে রাজধানী ঢাকার কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ঢাকাস্থ আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধির দপ্তর ও বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় ‘হযরত ফাতেমা যাহরা (রা.)-এর ব্যক্তিত্ব ও মর্যাদার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিয়োজিত ইরানের দূতাবাসের রাষ্ট্রদূত ড. জালিল রাহমানি জাহানাবাদী। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. গোলাম গাউস কাদেরি।

অনুষ্ঠানে সভাপতিত্বি করেন ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশস্থ প্রতিনিধি শাহাবুদ্দিন মাশায়েখি রাদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. আনোয়ারুল কবির।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  হযরত ফাতেমার জীবনী আজকের নারীদের শেখায় যে, তাকওয়া, প্রজ্ঞা ও পবিত্রতা বজায় রেখে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কারণ, তিনি নারী হিসেবে পরিবারে স্ত্রী ও মাতার মূল ভূমিকাকে ক্ষুণ্ন না করেই তার সামাজিক দায়িত্ব পালন করেছেন। হজরত ফাতিমার জীবনী ছিল ঈমান, নৈতিকতা, ধৈর্য, সাহস ও ভালোবাসার এক সমন্বয়, যা বর্তমান সময়ের নারীদের সমাজে সক্ষম ও কার্যকর ভূমিকা পালনে অনুপ্রাণিত করতে পারে।

রাসুল (সা.) তার সম্পর্কে বলেছেন, আমার কন্যা ফাতেমা জগৎসমূহের নারীদের নেত্রী। সে আমার দেহের অংশ, আমার চোখের আলো, আমার আত্মার ফসল, আমার বক্ষের মধ্যে আমার প্রাণ। মানবকুলের সুন্দর আদর্শ। সে যখন মেহরাবে রবের সামনে নামাজে দাঁড়ায় তখন তার নূর আকাশের ফেরেশতাদেরকে আলোকিত করে, যেভাবে আকাশের নক্ষত্র পৃথিবীকে আলোকিত করে।

হজরত যাহরার (রা.) এই শিক্ষাগুলো নারীরা তাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে ঘর থেকে সমাজ সকল স্থানে প্রভাব রাখতে পারেন। আজকের নারীরা হজরত ফাতিমার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে পারিবারিক দায়িত্ব ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য সৃষ্টি করতে পারেন, সন্তান প্রতিপালনে সফল হতে পারেন এবং সমাজে সক্রিয়, নৈতিকতাসম্পন্ন ও প্রভাবশালী উপস্থিতি রাখতে পারেন।

এই বিভাগের আরও খবর