১২২ ম্যাচ কম খেলেই রোনালদোকে ছাড়ালেন হালান্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখিয়েই চলেছেন আর্লিং হালান্ড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে গোল করে তিনি পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একই সঙ্গে তিনি ছুঁয়েছেন দিদিয়ের দ্রগবার রেকর্ড। প্রিমিয়ার লিগে এখন তার গোল সংখ্যা ১০৪।
শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটের মধ্যেই গোল করেন হালান্ড। এটি ছিল চলতি মৌসুমে তার ১৮তম গোল। প্রিমিয়ার লিগে এটি তার ১০৩তম গোল ছিল। এই গোলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর করা মোট ১০৩ গোল ছুঁয়ে ফেলেন। হালান্ড এই কীর্তি গড়েন মাত্র ১১৩ ম্যাচে। রোনালদোর লেগেছিল ২৩২ ম্যাচ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হালান্ড পৌঁছে যান ১০৪ গোলে। এতে তিনি প্রিমিয়ার লিগের সর্বকালের গোল তালিকায় ড্রগবাকে ছুঁয়ে ফেলেন। ড্রগবা এই ১০৪ গোল করেছিলেন ২৫২ ম্যাচে। সেখানে হালান্ডের ম্যাচ সংখ্যা অনেক কম।
এই ম্যাচে ম্যানসিটি ৩–০ গোলে হারায় ওয়েস্ট হ্যামকে। চলতি মৌসুমে এটি দশম ম্যাচ, যেখানে প্রথম গোলটি করেন হালান্ড। এই তালিকায় তার ধারেকাছেও কেউ নেই। সিটি প্রথম গোল করা ম্যাচগুলোর শেষ ১১টিতেই হার এড়িয়েছে।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে হালান্ডের রেকর্ডও দারুণ। প্রিমিয়ার লিগে এই দলের বিপক্ষে আট ম্যাচে তার গোল ১১টি। এই প্রতিপক্ষই এখন তার সবচেয়ে প্রিয়।

