img

মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে শক্ত লড়াই দেখাল ওয়েস্ট ইন্ডিজ। কেভেম হজের সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮১ রান ৬ উইকেটে। তারা এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১৯৪ রান পিছিয়ে আছে। তবে ফলোঅন এড়াতে পেরেছে দলটি

৩২ বছর বয়সী হজ ২২৪ বলে শতক পূর্ণ করেন। ইনিংসে ছিল ১২টি চার। ৭৪ রানে তিনি ‘জীবন’ পান। এজাজ প্যাটেলের বলে স্লিপে ড্যারিল মিচেল কঠিন ক্যাচ ফেলেন। নব্বইয়ের ঘরে যেতে হজকে খেলতে হয় ৩৩ বল। ৯৭ রানে থাকা অবস্থায় মাইকেল রাইয়ের এক ডেলিভারিতে কুঁচকিতে আঘাত পান তিনি। এতে খেলা বেশ কিছু সময় বন্ধ ছিল।

জাস্টিন গ্রিভসের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন হজ। এই জুটিই ফলোঅন এড়ানোর পথে দলকে এগিয়ে নেয়। তেভিন ইমলাখ ও আলিক আথানাজের সঙ্গেও ফিফটি পার্টনারশিপ করেন তিনি।

দিন শেষে হজ অপরাজিত ছিলেন ১০৯ রানে। অন্য অপরাজিত ব্যাটার অ্যান্ডারসন ফিলিপের রান ১২।

এর আগে শুক্রবার নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে ৫৭৫ রান ৮ উইকেটে। ডেভন কনওয়ের ২২৭ ও অধিনায়ক ল্যাথামের ১৩৭ রানে ভর করেই এই বড় সংগ্রহ পায় তারা।

এই বিভাগের আরও খবর