বাংলাদেশিরাও পাচ্ছেন ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি হিসেবে কোকা-কোলা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ট্রফি নিয়ে আসছে। ট্রফি বাংলাদেশে পৌঁছাবে ১৪ জানুয়ারি, যা ভক্তদের কাছ থেকে সরাসরি দেখার সুযোগ করে দেবে।
কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, এই ট্রফি ট্যুর ফুটবলের উত্তেজনা এবং আবেগ আরও কাছে অনুভব করার সুযোগ দেয়। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই উল্লেখ করেন, ফিফা বিশ্বকাপের ট্রফি খেলাধুলার সবচেয়ে বড় প্রতীক এবং কোকা-কোলার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব ভক্তদের জন্য বিশ্বকাপের অনুভূতি পৌঁছে দিয়েছে।
এই বিশ্বকাপ ট্রফি ট্যুরে মোট ৩০টি দেশে ৭৫টি স্থানে প্রায় ১৫০ দিনের সফর হবে। বাংলাদেশে অংশগ্রহণকারীরা একটি ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইনের মাধ্যমে ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন। ভক্তরা ১ লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলের QR কোড স্ক্যান করে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউনিক কোড সাবমিট করে কুইজে অংশ নিতে পারবেন। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার সুযোগ পাবেন। এই প্রোমো ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
ট্রফি ট্যুরের অংশ হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগও গ্রহণ করা হয়েছে, যেমন প্যাকেজিং পুনর্ব্যবহার কার্যক্রম। কোকা-কোলা ফিফার সঙ্গে দীর্ঘদিনের অংশীদার এবং ১৯৭৮ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল স্পন্সর।
ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো এটি তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) অনুষ্ঠিত হবে, সর্বোচ্চ দল অংশগ্রহণ করবে এবং সর্বাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

