img

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকিমূলক আচরণ এবং নৌ অবরোধের হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের সমতুল্য।

বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার বৈধ তেল রফতানি বাধা দেওয়া বা বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা রাষ্ট্র ডাকাতি এবং সমুদ্রপথে সশস্ত্র লুটের মতো। যুক্তরাষ্ট্রের একপাক্ষিক আইন বা নিষেধাজ্ঞা দিয়ে এই ধরনের কাজকে বৈধ দেখানো সম্ভব নয়।

ইরান আরও জানিয়েছে, স্বাধীন দেশ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের অধিকার। অন্য কোনো দেশ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপচাপ থাকে, তাহলে এমন একপাক্ষিক ও হুমকিমূলক নীতি সাধারণ হয়ে যাবে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।

শেষে ইরান জাতিসংঘ ও সব দায়িত্বশীল দেশকে যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার আহ্বান জানিয়েছে। 

এই বিভাগের আরও খবর