img

রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতের অভিযানে বিভিন্ন অঞ্চলের আকাশে মোট ৪৭টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে।

রোস্তভ-অন-ডনে একটি জাহাজে ড্রোন হামলায় দুইজন নাবিক নিহত হন এবং আরও তিনজন আহত হন। একই অঞ্চলের বাতাইস্ক শহরে আরেকটি ড্রোন হামলায় সাতজন আহত হন, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা গেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর রাত ১১টা থেকে ১৮ ডিসেম্বর সকাল ৭টার মধ্যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭টি ইউক্রেনীয় স্থির-পাখার ড্রোন ভূপাতিত বা ধ্বংস করে।

এর মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৩১টি, কৃষ্ণসাগরের ওপর ৫টি, ক্রিমিয়া ও বেলগোরোদ অঞ্চলে ৪টি করে এবং রোস্তভ অঞ্চলে ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মোট হিসেবে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৮টা থেকে ১৮ ডিসেম্বর সকাল ৭টার মধ্যে ৭৭টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত বা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

রোস্তভ-অন-ডনে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ফলে দুইজন ক্রু নিহত এবং তিনজন আহত হন। হামলার পর প্রায় ২০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার।

তিনি আরও জানান, শহরটিতে নির্মাণাধীন একটি আবাসিক ভবনও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে গভর্নর নিশ্চিত করেন, বাতাইস্ক শহরে ড্রোন হামলায় সাতজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে নেওয়া আহতদের একজন মারা গেছেন।

এই বিভাগের আরও খবর