img

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় উপলক্ষে আলোচনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা ওমর ফারুক এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর নবী।

মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, শরিফ ওসমান হাদি, ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন- মোহাম্মদ বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, গোলাম হোসেন, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কেএম কামরুল আহসান, শেখ ইউসুফ আলী, মাওলানা নূর নবী, শেখ জহির, সৈয়দা মাহমুদা শিরিন, আবদুল মুকশিদ চৌধুরী, সেলিম সারোয়ার প্রমুখ।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সোহেল রানা, শিহাব আহমেদ, আলাউদ্দিন, মহসিন আহমেদ, তুষার খান, আলাউদ্দিন মাতব্বর, রাজা মিয়া, আবদুল কাহের, মোস্তফা আহমেদ, মো. মোসলেহ উদ্দিন প্রমুখ।

বিজয় দিবসের আলোচনায় ফোরামের সাবেক ড. নুরুল আমিন পলাশ বলেন, বিজয়ের চেতনা ৭১ ও ২৪-কে ধারণ করতে হলে আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

ফোরামের আরেক সাবেক সভাপতি নাছিম আহমেদ বলেন, আমাদেরকে নোংরা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক সৌন্দর্যের রাজনীতি করতে হবে। তাহলেই বিজয়ের সার্থকতা প্রকাশ পাবে।

সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি ধারণ করেই আগামীতে আমাদের রাজনীতি করার জন্য দলকে সংগঠিত করতে হবে, তবেই আমাদের সফলতা কেউ রুখতে পারবে না।

ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, ভারত ও আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের চিরশত্রু। তাদের মোকাবিলা করেই আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে।

সভাপতি মাহবুবুর রহমান মুকুল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে বিএনপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর