অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল
ঢালিউড অভিনেতা আব্দুন নূর সজল বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেতা। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
সম্প্রতি নিজের কাজের ব্যস্ততা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সজল। তিনি বলেছেন, দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। এ বছর বেশ কিছু ভালো কাজ করেছি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করব।
সজল ও বুবলী জুটির আরেক সিনেমার নাম ‘শাপলা শালুক’। এটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি প্রথমবারের মতো একসঙ্গে দুজনে সিনেমা করছি। বোঝাপড়াটা বেশ ভালো। কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল।’
অন্যদিকে প্রথমবারের মতো অভিনেতা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সজল। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করবেন এ তারকা জুটি। সিনেমার নাম ‘দুর্বার’। এ সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এ প্রসঙ্গে সজল বলেন, ‘দুর্বার’ সিনেমা মূলত থ্রিলার ঘরানার। এতে অনেক চমক থাকবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন। তার অভিজ্ঞতা অনেক। চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা রিহার্সাল করেছি। ভীষণ আন্তরিক। সংলাপ কীভাবে দিতে হয়, তা বেশ ভালো বোঝেন। খুব সহযোগিতাপরায়ণ এবং তার জানার জায়গা বেশি।
প্রসঙ্গত, সজল চলতি বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমার কথাও তুলে ধরেন। সেখানে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। এ সিনেমার কন্যা গানের জন্য এখনো প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। সব মিলিয়ে বছরটি ভালো কেটেছে তার।

