img

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৩৫টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান (ইউএভি) প্রতিহত ও ধ্বংস করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ২৩৫টি ইউক্রেনীয় বিমান-ধরনের মানববিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

প্রথমে, ১৩ ডিসেম্বর মস্কো সময় রাত ৮টা থেকে ১১টার মধ্যে, দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৪টি ইউক্রেনীয় বিমান-ধরনের ইউএভি ধ্বংস করে। এরপর ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৭টা (মস্কো সময়) পর্যন্ত আরও ১৪১টি ইউক্রেনীয় বিমান-ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ ডিসেম্বর রাত ১১টা থেকে ১৪ ডিসেম্বর সকাল ৭টার মধ্যে ধ্বংস হওয়া ১৪১টি ইউএভির মধ্যে ৩৫টি ব্রিয়ানস্ক অঞ্চলে, ৩২টি ক্রিমিয়া প্রজাতন্ত্রে, ২২টি ক্রাসনোদার অঞ্চলে, ১৫টি তুলা অঞ্চলে, ১৩টি কালুগা অঞ্চলে, সাতটি কুরস্ক অঞ্চলে, চারটি রিয়াজান অঞ্চলে, চারটি রোস্তভ অঞ্চলে, তিনটি বেলগোরোদ অঞ্চলে, দুটি লেনিনগ্রাদ অঞ্চলে, একটি স্মোলেনস্ক অঞ্চলে, একটি প্সকভ অঞ্চলে, একটি নোভগোরোদ অঞ্চলে এবং একটি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর