‘আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে শত শত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং দুষ্কৃতীরা এখনো ভারতে পালিয়ে থেকেও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ওদের ‘খুনের জুলাই’ এখনও চলমান।
নিজেদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব নিয়ে ফারুকী বলেন, নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও রেটোরিকের লড়াই বাড়ছে। তিনি সতর্ক করেন, আমাদের অনৈক্যই খুনিদের শক্তি দিচ্ছে।
ফারুকী আরও বলেন, এখনই ঐক্যের সময়। ফ্যাসিবাদীরা এখনও বিচার মেনে চলেনি, বরং হত্যার রাজনীতি চালাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—ফ্যাসিবাদীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচনের মধ্যে আটকে থাকলে ভুল হবে। বাংলাদেশের ‘পুলসিরাত’ আসলে আগামী দশ বছরের দীর্ঘ পথ। দলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং দেশের স্বাধীনতার চেতনা রক্ষা করতে হবে।
ফারুকী উল্লেখ করেন, জুলাই চিরতরে পরিবর্তন এনেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তিগুলোকে বার্তা, ‘বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন নয়, হাজার হাজার হাদি রয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুসাঙ্গিক চিকিৎসা চলবে।

