img

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের স্মরণ করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করার জন্য তাদের হত্যা একটি গভীর ষড়যন্ত্র ছিল। তবে তাদের রেখে যাওয়া আদর্শ—জ্ঞান, বিজ্ঞান, মুক্ত চিন্তা ও সম্প্রীতির চেতনা—আজও আমাদের দেশকে উন্নত ও প্রগতিশীল করার প্রেরণা যোগায়।’

তারেক রহমান বলেন, ‘অর্ধশতাব্দি পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে, তবে জুলাই গণঅভ্যুত্থানের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও বহুপথী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুললেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।’

তিনি শেষে দেশের সকল নাগরিককে আহবান জানান, ‘আজকের এই শোকাবহ দিনে আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি। আমি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ্ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

এই বিভাগের আরও খবর