ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে বিপাকে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে পার্থে অস্ট্রেলিয়ার কাছে দুই দিনে হারে ব্রিটিশরা।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ইংরেজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। পরপর দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সাবেক অধিনায়ক জো রুটের ১৩৮ রানের অনবদ্য ইনিংসের পরও ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে এছাড়া ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫১১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৭৭, ৭২, ৬৫,৬৩, ৬১ রান করে করেন মিচেল স্টার্ক, জ্যাক ওয়েথারল্যান্ড, মার্নাসলাবুশেন, অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট নেন বেন স্টোকস।
১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিসেল নিসারের গতির শিকার হয়ে ২৪১ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ৪৪ রান করেন জ্যাক ক্রীলি। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন নিসার।
৬৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
পার্থ টেস্টের পর ব্রিসবেন টেস্টেও ম্যাচ সেরা অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। ব্রিসবেনে দুই ইনিংসে ৮ উইকেট এবং ব্যাট হাতে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টার্ক।

