img

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৮০ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ডি কক। প্রসিদ্ধ কৃষ্ণার বলে সোজাব্যাটে খেলতে গিয়ে ডোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮৯ বলে করেন ১০৬ রান। তার বিদায়ে ৩২.৫ ওভারে ১৯৯ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

শনিবার বিশাখাপত্তনমেতে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার কুেইন্টন ডি কক।

এরপর ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে ফেরেন বাভুমা। ২৩ বলে ২৪ রান করে ফেরেন ম্যাথু ব্রিটজেক। ৩ বলে মাত্র ১ রানে ফেরেন এইডেন মার্করাম। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে।

 সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড ৩৪৯ রান করে ১৭ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে জিতে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই ম্যাচে যারাই জিতবে সিরিজ জয় তারা নিশ্চিত করতে পারবে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। আজ ওয়ানডে ম্যাচে হেরে গেলে নব্বই দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাতছাড়া করবে ভারত।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ