লিপুর সঙ্গে ‘দ্বন্দ্বে’ অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন, মুখ খুললেন লিটন
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শুরুর আগেই জন্ম দিয়েছিল আলোচনা। দল নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন লিটন দাস। তাতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও প্রকাশ্যে চলে আসে। তাতে অধিনায়কত্ব নিয়েও শঙ্কা তৈরি হয় লিটনের।
ঘটনার শুরু শামীম হোসেন পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়া দিয়ে। বিষয়টি নাকি তার জানা ছিল না, জানান লিটন। পরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও নিজের ব্যাখ্যা দেন। জানান, ‘আমাদের কারও অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কারণ, আমরা তাদের মতামত নিয়েছি। এটা আমাদের চাকরি। আমি কী বলব যে অধিনায়ক-কোচ (যেভাবে) বলেছে, (সেভাবে) দল দিয়ে দিয়েছি। তাহলে আর আমাদের থাকার দরকার কী?’
সেসব নিয়ে আলোচনা প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আরও বাড়ে। তবে সিরিজ জয়ের পর আপাতত ড্রেসিংরুম অনেকটাই শান্ত। লিটনও জানালেন, দুই পক্ষই ভুল বুঝতে পেরেছে। বিষয়টিরও এখন সমাধান হয়েছে।
সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেখেন, হিট অফ দ্য মোমেন্টে দুই পক্ষের থেকেই অনেক কিছু হয়েছে। কিন্তু যা হয়েছে, ক্রিকেটের জন্য ভালো হয়নি। এটা ভবিষ্যতে আর হবে না। পরে আমরা বসে ঠিকভাবে কথা বলেছি। এটা ইতিবাচক দিক।’
সিরিজ শুরুর আগে সে ঘটনায় অধিনায়কত্ব নিয়েও সংশয় তৈরি হয়েছিল। বিশ্বকাপ প্রসঙ্গে কথা উঠতেই দিলেন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দেন লিটন। বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমি থাকি কি না দেখেন!’
তবে মঙ্গলবার সেসব শঙ্কা উড়িয়ে দিয়ে লিটন বলেন, ‘আমি জানি না কেন এসব কথা উঠল। আমি তো এমন কিছু বলিনি। না না, এমন কিছু নয়। কোনো ক্রিকেটারই এখন অধিনায়কত্ব ছাড়বে না। আমিও না। এতদিন ধরে টিমকে টেনে এনেছি। দল এখন সেট। আর প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন বিশ্বকাপ। নেতৃত্ব ছাড়ার প্রশ্নই আসে না।’

