img

মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান তিনি। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে—তা উল্লেখ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মানুষ আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসে, সেই-ই আসলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো ঘটনা।’

জানা যায়, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বড় আকারে আয়োজন করে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা। নতুন জীবনের এই সূচনায় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত আরিয়ান এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি নাটক পরিচালনা করেছেন। তার নির্মিত জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ তাকে এনে দেয় সবচেয়ে বেশি পরিচিতি। এছাড়াও তার নির্মিত ‘অ্যাংরি বার্ড’, ‘ব্যাচ ২৭’ এর মতো নাটকগুলোও বেশ দর্শকপ্রিয়।

এই বিভাগের আরও খবর