img

ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোডাডের সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে মেইডেন সেঞ্চুরি পেলেন ভারতীয় এই টপঅর্ডার ব্যাটসম্যান।

বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন ঋতুরাজ। 

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের ‍জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।

এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩১ ম্যাচে অংশ নিয়ে দুটি সেঞ্চুরি হাঁকালেন ঋতুরাজ।

ঋতুরাজ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তিনি ৯৩ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। 

ঋতুরাজ এবং বিরট কোহলির জোড়া সেঞ্চুরি ম্যাচে রানের পাহাড় গড়ার পথে ভারত। আগের ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৯ রান করে ভারত জয় পায় ১৭ রানে। আজও বিশাল সংগ্রহের পথে ভারত। 

এই বিভাগের আরও খবর