তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে। এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি।
ট্রাম্প আরও বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন।
স্থানীয় সময় রোববার ট্রাম্প বলেন, বর্তমানে যে ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, মূলত তাদের ওপর এই বিরতিও প্রযোজ্য হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২৬ নভেম্বর, হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর এক আফগান নাগরিক বন্দুক হামলা চালায়। ঘটনায় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম নিহত হন এবং অপর সদস্য গুরুতর আহত হন। হামলাকারী ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল গ্রেপ্তার হন। তিনি আগে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে CIA-সমর্থিত বিশেষ বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, আফগান এয়ারলিফটের সময় জো বাইডেন সরকারের ‘দুর্বল যাচাই-বাছাই’র কারণে লাখানওয়াল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন। হামলার পর ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আনতে চান।
১৯টি দেশের মধ্যে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমার রয়েছে, যাদের নাগরিকদের ওপর এই নতুন ব্যবস্থাও প্রযোজ্য হবে।

