অবসর ভেঙে টেস্টে ফেরার গুঞ্জন, যা বললেন কোহলি
টেস্ট ক্রিকেটে ফেরার গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। ভারতের টেস্ট ব্যর্থতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, বিরাট কোহলি হয়তো আবার সাদা পোশাকে ফিরবেন। কিন্তু রাঁচিতে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর তিনি নিজেই সেই জল্পনায় শেষ টানলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতানো শতরান করার পর কোহলি স্পষ্ট জানালেন, এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ার একটিমাত্র ফরম্যাটেই সীমাবদ্ধ— ওয়ানডে ক্রিকেট।
১৭ রানে জয়ের পর ম্যাচের ফলের চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। শুরু থেকেই সাবলীল ব্যাটিং, দারুণ রানিং আর শট বাছাই— সব মিলিয়ে কোহলির ইনিংস ভারতকে এগিয়ে নেয়। এই পারফরম্যান্স দেখেই নতুন করে দাবি উঠেছিল তাকে আবার টেস্ট দলে ফেরানোর। তবে কোহলি নিজেই সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন। প্রেজেন্টেশনে তিনি বলেন, ‘এভাবেই চলবে। আমি শুধু একটি ফরম্যাটেই খেলছি।’
৩৭ বছর বয়সি কোহলি জানালেন, কেন এখনও খেলতে আগ্রহী। তিনি বলেন, ‘তুমি যদি ৩০০-এর মতো ম্যাচ খেলে থাকো, তুমি বুঝবে কখন রিফ্লেক্স ঠিক আছে, শরীরও মানিয়ে নিচ্ছে। যতদিন ভালোভাবে বল খেলতে পারছি, ততদিন বিষয়টা শারীরিক ফিটনেস, মানসিক প্রস্তুতি আর উত্তেজনার।’
এই মন্তব্য এমন সময় এলো যখন ভারতের টেস্ট দল টানা ব্যর্থ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে হারের পর এবং তার আগের বছর নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর গুঞ্জন ছড়ায় যে বোর্ড নাকি কোহলি-রোহিতকে টেস্টে ফেরানোর কথা বলেছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। দুজনই মে মাসে টেস্ট ছাড়েন।

