রংপুরে ডাক পাওয়া কে এই এমিলিও গে?
বিপিএলের নিলাম থেকে গতকাল রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি ওপেনার এমিলিও গে-কে। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যেই তাকে পেয়ে গেছে দলটি। এরপর থেকেই প্রশ্ন উঠছে তার পরিচয় কী তা নিয়ে।
এমিলিও এখন ইতালির হলেও তার আসল পরিচয় তিনি একজন ইংলিশ ক্রিকেটার। বেডফোর্ডে জন্ম তার। ইতালির হয়ে খেলছেন মায়ের সূত্রে, তার বাবার পরিবার গ্রেনাডার।
ইতালির হয়ে গেল বছরের জুলাইতে অভিষেক। এরপর থেকে তিনি খেলেছেন ৪টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি। ৪ ওয়ানডের চারটিতেই ফিফটি করেছেন তিনি। টি-টোয়েন্টিতে যে ৩ ম্যাচ খেলেছেন, সবকটিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের ফাইনালের ম্যাচ। তিনি সফল হয়েছেন তাতে, ইতালি খেলছে এবারের বিশ্বকাপ।
যদিও গে ইতালির হয়ে খুব বেশি দূর এগোতে চান না। ইংল্যান্ডের ডাক পেতে মুখিয়ে আছেন তিনি। কাউন্টি ক্রিকেটে তিনি ৬৭ ম্যাচ খেলে ৩৭.৩৮ গড়ে ৪১৫০ রান করেছেন, ১০টি সেঞ্চুরি করেছেন, আছে ২৬১ রানের ইনিংস।
তার ইংলিশ স্বপ্নের কথা তিনি বেশ ঢাকঢোল পিটিয়েই বলে বেড়ান। সেটা হলে এখন ইতালিতে কেন খেলছেন? সেটাও তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার প্রধান লক্ষ্য লাল বলের ক্রিকেটে দাপট দেখানো। কাউন্টি ক্রিকেটে এখনই আমি বেশ পরিচিত মুখ। তাই এখন সাদা বলেও উন্নতি করতে চাই। আর সে কারণেই ইতালির হয়ে খেলছি এখন।’
ইতালির হয়ে খেললেও ইংল্যান্ডের দরজা বন্ধ হয়নি তার। আর সে কারণেই এখনও সে স্বপ্ন দেখে চলেছেন এমিলিও গে। বিপিএলও সে যাত্রায় তাকে এগিয়ে দিক, তিনি নিশ্চয়ই চাইবেন তা-ই

