img

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটি আজ এক বিবৃতিতে জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

এতে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য গণমাধ্যমে জানাবেন ডা. জাহিদ। এ বিষয়ে অযাচিত, যাচাই বাছাইহীন, বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

  এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্য-সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকেরা নিয়ে থাকেন। ‘চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন, আমরা তা জানিয়ে দেবো। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করছি। 

শায়রুল আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

‘ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কোনও বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করছি,’ বলেন তিনি। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য ডা. জাহিদ ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাবেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

মূলত এ বক্তব্যের পর থেকে উদ্বেগ ছড়িয়ে পড়ে সবদিকে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে ডা. জাহিদ ছাড়া কারও বক্তব্য গ্রহণ করা যাবে না।

এই বিভাগের আরও খবর