‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক
ফেসবুকে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন।
বিপিন জ্যোতি চাকমা লিখেছেন, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, ৩০ নভেম্বর তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।
এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাঙ্গামাটি এনসিপির যুগ্ম-সমন্বয়কারী উজ্জ্বল চাকমা দল থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ১৬ দিনের মাথায় এবার প্রধান সমন্বয়কারীও ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন।
গত ৫ নভেম্বর এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি জেলা এনসিপির ২৪ সদস্যের জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ছয় মাসের মাথায়ই দলটির নেতাকর্মীদের মধ্যে বিভেদের আভাস মিলছে। ইতিমধ্যে নভেম্বর মাসে প্রধান সমন্বয়কারীসহ দুজন দল ছাড়লেন।

