| 27 November, 2025
তেহরানের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান
এবার তেহরানের আকাশে উড়তে দেখা গেলো একটি রুশ মিগ-টুয়েন্টি নাইন ফাইটার জেটকে। ইরানের বিমান বাহিনী বার্তা সংস্থা তাসনিমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এরইমধ্যে উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আকাশযানটি থেকে সনিক বুমের শব্দও পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি করেছে, ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর। যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে। তেহরানের ওপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি- বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমানের বহর হাতে পাওয়ার গুঞ্জন উঠে। ধারণা করা হয়, এটি দেশটির ফার্স প্রদেশের সিরাজ বিমানঘাঁটিতে মোতায়েন করা আছে।

