পাকিস্তানে চেকপোস্টে হামলা, নিহত ৩ পুলিশ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে চালানো এ হমলায় আহত হয়েছেন আরও দুজন। খবর সামা টিভির।
পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু করে হামলা চালায় কাজি তলাব চেকপোস্টে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন।
মুখোমুখি সংঘর্ষের সময় সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘক্ষণ ধরে চলা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিও’র নেতৃত্বে অভিযানে অংশ নেয়।
এ হমালায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তারা হলেন— এলএইচসি ওহিদ শাহ এবং কনস্টেবল আবদুল সমাদ। নিহত আরেক পুলিশের পরিচয় এখনো জানা যায়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না।’
তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার আছে বলে জানান তিনি।

