img

ভারত সফরে গিয়ে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দলের ঐতিহাসিক জয়ে গুয়াহাটি টেস্ট ৯টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন প্রোটিয়া তারকা এইডেন মার্করা।

গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে খুব বেশি ব্যস্ত সময় পার করতে পারেননি এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৮১ বল খেলে করেন ৩৮ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ বলে ২৯। 

কিন্তু ফিল্ডার হিসেবে এই টেস্টে বেশ ব্যস্ত সময়ই কাটছে তার। ভারতের পতন হওয়া ২০ উইকেটের মধ্যে ৯টি উইকেটে ক্যাচ নিয়ে অবদান রাখেন মার্করাম। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটি বিশ্ব রেকর্ড। 

২০১৫ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের আজিঙ্কা রাহানে। মার্করাম আজ রাহানেকে পেছনে ফেললেন।

ভারতের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন মার্করাম। আর দ্বিতীয় ইনিংসে নেন চারটি ক্যাচ। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড অবশ্য তার আগেই গড়েন মার্করাম। নিজের সপ্তম ক্যাচটি নিয়েই এই রেকর্ড গড়েন তিনি।

টেস্টে বাংলাদেশের হয়ে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। ২০১৭ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ক্যাচ নেন সৌম্য। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি ক্যাচ নেন সাদমান।

এই বিভাগের আরও খবর