img

২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অনুমতি পেতে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ত্রুটির কারণে সিনেমাটির ছাড়পত্র দেননি বোর্ডের সদস্যরা। এরপর সংশোধন করে আবার ছাড়পত্রের জন্য জমা পড়ে 'নূর'। বোর্ড সদস্যরা বছরের শেষে সেন্সর ছাড়পত্র দেন।

ছাড়পত্র প্রাপ্তির পর প্রায় তিন বছর পার হতে চলল। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জানা গেল ‘নূর’ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়; ওটিটিতে মুক্তি পাচ্ছে 'নূর'। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ জন্য দ্রুতই মুক্তি পেতে পারে এ সিনেমার ট্রেলার।

এ মুহূর্তে ‘নূর’ সিনেমার পরিচালক রায়হান রাফি অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে সিনেমাটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর থেকে সিনেমাটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালক–অভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়— ‘নূর’ সিনেমাটি ওটিটিতেই মুক্তি পাবে। আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে আরিফিন শুভ ও ঐশী অভিনীত 'নূর' সিনেমা।

এ বিষয়ে ‘নূর’ সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, অনেক দিন আগের সিনেমা। দেখার পর মনে হয়েছে, এটি ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন—এমন প্রশ্নে পরিচালক বলেন, তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই।

এর আগে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী ঐশী প্রথম অভিনয় করেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। এরপর তাদের দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমায়। এ তারকা জুটির তিন নম্বর সিনেমা হচ্ছে ‘নূর’।

একসঙ্গে অভিনয় থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক। একটা সময় রটে, তারা দুজন প্রেমের সম্পর্কে আছেন। ঐশীর প্রেমের কারণে শুভর সংসার ভাঙে—এমন কথাও শোনা গিয়েছিল। তবে এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন— তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন— তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটি কখনোই প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী জান্নাতুল ঐশী ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার বিপরীতে আছেন শাকিব খান। অন্যদিকে অভিনেতা আরিফিন শুভ অভিনীত পরিচালক অনম বিশ্বাসের একটি সিনেমার শুটিং শেষ করেছেন।

এই বিভাগের আরও খবর