পাকিস্তানি হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ৯
আফগানিস্তানের দক্ষিণ দিকের খোস্ট প্রদেশে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। এতে অন্তত নয়জন আফগান নিহত হয়েছেন। এদের মাঝে আটজনই শিশু, অপরজন নারী। আফগান সরকারের বরাতে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান মধ্যরাতে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তরের কুনার ও পূর্বের পাকিটা প্রদেশে হামলা চালিয়ে অন্তত চারজন সাধারণ নাগরিককে হত্যা করেছে পাকিস্তান।
মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান সাধারণ মানুষের ঘরে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন শিশু (পাঁচজন ছেলে ও চারজন মেয়ে) মারা গেছে, অনেকের ঘর ধংস হয়ে গেছে।’ এই ঘটনায় পাকিস্তান এখনও কিছু বলেনি।
তবে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে। অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজকে হত্যা করা হয়।
আইএসপিআর আরও জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে।

