img

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে গিয়ে রাতে ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আজকে আমরা তাকে (খালেদা জিয়া) যে কারণে এখানে ভর্তি করিয়েছি, সেটা হলো-তার বেশকিছু সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। তার চেস্টে ইনফেকশন হয়েছে। চেস্টে ইনফেকশন হওয়ায় একসঙ্গে তার হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আমরা খুব দ্রুত তাকে হাসপাতালে এনেছি। 

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা করে জরুরি যে চিকিৎসা দরকার সেটা দিয়েছি। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে।

এফ এম সিদ্দিকী বলেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা মনে করছি যে, পরবর্তী ১২ ঘণ্টা তার স্বাস্থ্যের পরিস্থিতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তিনি সর্বোচ্চ চিকিৎসা এবং পর্যবেক্ষণের মধ্যে আছেন। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড আবার বসবে। বোর্ড আলোচনা করে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনি বলা যাচ্ছে না। শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। 

সবশেষ শুক্রবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তার প্রেস উইংয়ের সদস্যরা। 

এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। তবে অসুস্থ থাকার কারণে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি ভুটানের প্রধানমন্ত্রীর।

এই বিভাগের আরও খবর