img

বিশ্বের বিভিন্নপ্রান্তে গত ২৪ ঘণ্টায় ১,৩৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আগ্নেয়গিরি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ভলকানোডিসকভারিডটকম’। রোববার বিকালে এতে দেওয়া এক আপডেট তথ্যে এ কথা জানা গেছে।

ভলকানোডিসকভারিডটকম জানিয়েছে, প্রতি মিনিটেই বিশ্বজুড়ে ভূমিকম্পের তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে রোববার বিকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ১,৩৯৪ ছোট বড় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল সর্বোচ্চ ৫ দশমিক ৬ পর্যন্ত। এতে আরও বলা হয়, রিখটার স্কেলে ৫ মাত্রার উপরে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ৫টি। ৪ থেকে ৫ মাত্রার ৫১টি, ১ থেকে ৪ মাত্রার ১০১টি, ২ থেকে ৩ মাত্রার ২৩৯ টি। আর রিখটার স্কেলে ৯৯৮টি ভূমিকম্পের মাত্রা ছিল ২ এর নিচে। এ ধরনের কম্পন সাধারণভাবে মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়।

২৫ বছরের তথ্য-উপাত্ত এবং ১৯০০ সাল থেকে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে ভলকানোডিসকভারিডটকম জানিয়েছে, প্রতি বছর সারাবিশ্বে গড়ে ৪,৭০,০০০টি ভূমিকম্প হয়ে থাকে। এতে বলা হয়, রিখটার স্কেলে ৮ বা এর বেশি মাত্রার ভূমিকম্প পাঁচ বছরে একবার হয়ে থাকে। এছাড়া ৭ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ৬টির বেশি, ৬ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ১৪১টি, ৫ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ১৯০০টি এবং ৪ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ২১০০০টি ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর পলাশে। একই দিন সন্ধ্যায় আরও দুটি ভূমিকম্প হয়-সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩.৭ মাত্রার এবং এক সেকেন্ড পর ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূমিকম্পের ঘটনা বড় ধরনের ভূকম্পনের পূর্বাভাস হতে পারে। তাই জনসাধারণকে তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর