img

বিদেশি কোম্পানির সঙ্গে বন্দরের চুক্তি বাতিল না করলে আগামী ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। একই সঙ্গে আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের চারপাশের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। 

রোববার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, লুটেরা মাফিয়ারা ব্যাংক লুট করে নেওয়ার পর সাতটি রগ্ন ব্যাংককে একত্রিত করতে সরকার ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র ৬ হাজার কোটি টাকার জন্য দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত বন্ধ না হলে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিডার চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরীর বিচার বাংলার মাটিতে হবে। 

তিনি বলেন,  হাসিনা খারাপ। তাহলে হাসিনার বানানো পিপিপি আইনের মাধ্যমে কিভাবে বর্তমান সরকার বিদেশিদের কাছে বন্দর ইজারা দিচ্ছে। ওই আইন অনুযায়ী আগে চুক্তি প্রকাশের নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি সম্পাদনের পর প্রকাশের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। তাহলে সরকার কার স্বার্থে চুক্তির শর্তসমূহ গোপন রাখছে। 

বজলুর রশিদ বলেন, লালদিয়ার চরে বন্দর নির্মাণ ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করতে হবে। তাছাড়া নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারা বন্ধ করতে হবে। আগামী ৩ ডিসেম্বরের ভেতর এই চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। 

এছাড়া আগামী ২৬ নভেম্বর শ্রমিকদের আহুত চট্টগ্রাম বন্দরের চারপাশের সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। ‌

বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সরকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ। 

এই বিভাগের আরও খবর