রিয়াদের মঞ্চ মাতাতে প্রস্তুত বাংলাদেশি তারকারা
সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক আয়োজনে ষষ্ঠবারের মতো গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সংগীতানুষ্ঠান ‘রিয়াদ সিজন’-এ অংশ নিচ্ছে বিশ্বের ১৪ দেশ। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কিছু দিন, যেখানে তারা নিজস্ব সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার উপস্থাপন করবেন।
গত আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। রিয়াদ সিজন-এ অংশ নিয়েছিলেন নগর বাউলের জেমস, হাবিব ওয়াহিদ, পড়শিসহ একাধিক তারকা। এবারও সেই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্ব, যা ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আর সেখানেই মঞ্চ মাতাতে গেছেন দেশের জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকারা।
একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন— সংগীতের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় গায়ক মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা, ডিজে তুরিন এমএনআর এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
আজ ১৩ নভেম্বর গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, বেলাল খান, মুহাম্মদ ইমরান, হুমায়রা ঈশিকা ও ডিজে তুরিন এমএনআর।
আগামীকাল (১৪ নভেম্বর) বাংলাদেশের শেষ পর্বে চমক হিসেবে মঞ্চে থাকছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর আগে যুক্তরাষ্ট্র থেকে দুই মাসব্যাপী সংগীত সফর শেষ করে দেশে ফিরে আবার সৌদি আরবে মুগ্ধতা ছড়াবেন এ তারকা। এ ছাড়া শেষ দিনের আয়োজনে আরও গান গাইবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।
আর এ আয়োজনে বিশেষ পারফর্মে অংশ নেবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। যদিও তিনি কোন ইভেন্টে পারফর্ম করবেন, তা অবশ্য এখনো জানা যায়নি।

