১৩ ঘণ্টা ধরে চলবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম পরীক্ষা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং বা সিসেট (কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট)। খবর বিবিসির।
১৩ ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা। পুরো সময় নীরবতা পালনের পাশাপাশি নিরাপত্তায় বিশেষ নজর রাখবে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
এ বছর দক্ষিণ কোরিয়ার সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, সেজন্য সারাদেশে বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এমনকি পরীক্ষা কেন্দ্রগুলো কোলাহলমুক্ত রাখতে রাস্তায় গাড়ি চলাচল সীমিত করা হয়েছে।
এটি পৃথিবীর অন্যতম জটিল ও সবচেয়ে লম্বা সময় ধরে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর একটি।
এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার। তাই পরীক্ষার সময় যেন কোনো ধরনের শব্দ শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত না ঘটায়, সে জন্য সরকার এবং নাগরিক সবাই একযোগে এই বিশেষ নীরবতা পালন করে।

