| 13 November, 2025
গণভোটের প্রশ্নগুলোকে নিয়ে দুটি প্যাকেজ করার প্রস্তাব গালিবের
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব গণভোটে প্রশ্নের সংখ্যা বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার গণভোটে প্রশ্নের সংখ্যা বাড়ানোর চিন্তা করতেছে। এইটা ভালো উদ্যোগ। তাইলে যারা অনেক প্রস্তাবে ডিসেন্ট দিছে, তাদের আপত্তি আলাদা করে বিবেচনা করা হবে।
তবে প্রশ্নের সংখ্যা অতিরিক্ত না বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি লেখেন, প্রশ্নের সংখ্যা খুব না বাড়িয়ে দুইটা প্যাকেজ করলে ভালো হতো। বিএনপি, জামায়াত আর এনসিপি যেইগুলোতে একমত হইছে, সেইগুলো একটা প্যাকেজ; আর যেইগুলোতে দ্বিমত আছে, সেইগুলো সব মিলে একটা প্যাকেজ—এই দুই প্রশ্নে গণভোট হইলে বেস্ট হয়।

