img

আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বাংলাদেশে রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মানেই সহজ জীবন নয়, বরং তা একধরনের সংগ্রাম। ছোট থেকে আমরা দেখেছি, সমাজে বেঁচে থাকার লড়াই কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক অবস্থানের সাথেও জড়িত। রাজনীতি এখানে শুধু দল বা মতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে।

একটি রাজনৈতিক পরিবারে বড় হওয়া মানে কখনো সম্মান, আবার কখনো অবহেলা; কখনো ভালোবাসা, আবার কখনো অকারণ শত্রুতা। দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আবার প্রতিকূল সময়ে সমাজেই আমাদের একাকী করে ফেলে। তবুও আমাদের বুকে রাজনীতির প্রতি টান, দেশের প্রতি দায়বদ্ধতা, এবং পরিবারের ঐতিহ্যকে ধরে রাখার এক অদম্য মনোভাব কাজ করে।

এই পথটা কখনোই সহজ নয়, কিন্তু রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি বুঝেছি ত্যাগ, ধৈর্য, এবং আত্মত্যাগ ছাড়া সমাজে কিছু অর্জন করা যায় না।

এই বিভাগের আরও খবর