জন্মান্তর ও পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য করলেন অপরাজিতা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। এ নিয়ে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তবে এবার নিজের জন্মান্তর ও পুনর্জন্ম নিয়ে কিছু মন্তব্য করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা ও ট্রলিং।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি অবশ্যই জন্মান্তরে বিশ্বাস করি। আমি নিজেই আমার ঠাকুমার পরবর্তী জন্ম। নিরুপমা আঢ্যই আমি। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমিই আমার ঠাকুমা।
অপরাজিতা আঢ্য আরও বলেন, এমন অনেক কিছু আছে যা বলা যাবে না। যেগুলো সাধনা না করলে জানা যায় না। তবে এটা আমি মনে করি, আমার এটাই শেষ জন্ম। এরপর আমার আর জন্ম হবে না। আমি জন্মাতে চাইও না। তবে আমার ঠাকুরমা যে আমি, এটা আমার বাড়ির লোক বিশ্বাস করে বলে জানান অভিনেত্রী।
জন্মান্তরে বিশ্বাস দাবি অপরাজিতা বলেন, তিনি নাকি হুবহু তার ঠাকুমার মতো দেখতে। তার পরিবারে কোনো কন্যাসন্তান ছিল না, শুধু একজনকে দত্তক নেওয়া হয়েছিল। কিন্তু ঠাকুমার তীব্র আকাঙ্ক্ষা ছিল কন্যাসন্তানের, তাই অপরাজিতার রূপে তিনি আবার ফিরে এসেছেন পৃথিবীতে।
তিনি বলেন, আমি আমার ঠাকুরমা মারা যাওয়ার তিন বছর পর জন্মেছি। আমার জন্মটাও খুব সহজ ছিল না। অভিনেত্রী বলেন, আমি আমার ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, আমার ইচ্ছাতেই এই পৃথিবী থেকে চলে যাব। আমার সঙ্গে ঈশ্বর সবসময় রয়েছেন, এটা আমি প্রাণপণ বিশ্বাস করি।

