৮ বছর পর মাঠে ফিরে তুলে নিলেন ৯ উইকেট
গ্রায়েম ক্রেমারের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে। ২০১৮ সালের ডিসেম্বরে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেও সম্প্রতি আবার ফিরে এসেছেন। জিম্বাবুয়ের এই লেগস্পিনার বর্তমানে আছে দারুণ ফর্মে।
২০১৭ সাল পর্যন্ত ১৯টি টেস্ট ম্যাচে তার ঝুলিতে ছিল ৫৭ উইকেট ও ৫৪০ রান। এছাড়া ৯৬টি ওয়ানডে এবং ২৯টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রেমারের। সর্বশেষ ২০১৭ সালের শেষে দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার পর সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলে ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
তারপর দুবাইয়ে বসবাস করতে শুরু করেন ক্রেমার, যেখানে তার স্ত্রী এমিরেটস এয়ারলাইন্সে কাজ করতেন এবং তিনি বাচ্চাদের দেখাশোনা করতেন। মাঝে মাঝে কোচিংও করতেন তিনি।
চলতি বছরের শুরুতে, জিম্বাবুয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে ক্রেমারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু তখন তিনি কোনো ম্যাচ খেলেননি।
অবশেষে ২০২৫-২৬ সিজনে লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোর হয়ে সাউদার্ন রকসের বিপক্ষে পেশাদার ক্রিকেটে ফিরে আসেন তিনি। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হলেও দ্বিতীয় দিন রকস ৪ উইকেটে ২০২ রান করে, যেখানে ক্রেমার ৩ উইকেট নেন। তৃতীয় দিনেও বৃষ্টি হওয়ায় মাঠে গড়ায়নি খেলা। চতুর্থ দিনে পানাশে তারুভিঙ্গা (৯৩) এবং তাফাজওয়া সিগা (১০০) রকসকে ৩৪৭ রান পর্যন্ত পৌঁছে দেন, আর ক্রেমার তুলে নেন বাকি ৬ উইকেট।
ম্যাচ শেষে ক্রেমারের বোলিং ফিগার ছিল ৪৬.২ ওভারে ১৪৪ রান খরচ করে ৯ উইকেট। জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ উইকেট নেওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার, তবে স্পিনার হিসেবে এই কীর্তি এটিই প্রথম।

