img

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠের নামছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো। এই ভারতকে তাদেরই মাটিতে বাগে পেয়েও হারাতে পারেননি হামজা চৌধুরীরা। বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই নিজেদের ঘরের মাটিতে ছেড়ে কথা বলবে না!

সে ভাবনা থেকেই এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ফুটবলপ্রেমীদের ভেতর। তবে এরই মধ্যে আসতে চলেছে এক দুঃসংবাদ। কেননা, হামজাদের খেলা দেখার জন্য টিকিটের দাম বাড়াচ্ছে বাফুফে। 

সূত্রে জানা গেছে, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য চারশ থেকে বাড়িয়ে পাঁচশ টাকা করা হয়েছে। এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকিটের দাম দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচের টিকিটের চাহিদা অনেক বেশি। তাই ইচ্ছা করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি।’

এই বিভাগের আরও খবর